ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 26, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ:

আজ শনিবার দিনের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্নের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের দিনব্যাপী কর্সূচী শুরু হয়। জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,রাজনৈতিক দল,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্ন করেন।মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ও জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম পুষ্প মাল্য অপন করেন।

সকাল সাড়ে ৮ টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ শুরু হয়েছে। কুচকাওয়াজে হয়। বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, রোভার, স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ’ শ’ ছেলে মেয়ে অংশ নেয়।মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম কুচকাওয়াজে সালাম গ্রহন করেন।

অন্যান্য কর্সূচীর মধ্য রয়েছে মুক্তিযোদ্ধাদের সম্বাধনা ও আলোচনা সভা এবং মসজিদ মন্দিরে বিশেষ প্রাথর্না।

এছাড়াও মেহেরপুর পৌরসভার উদ্যেগে গোটা মেহেরপুরকে সাজানো হয়েছে বনির্ল সাজে।

অন্যদিকে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যেগে প্রথমবারের মত জেলার সকল মুক্তিযোদ্ধার বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।