মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মার্চ: বঙ্গবন্ধু শেথ মুজিবর রহমানের ৯৪ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে বিশাল একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে বিশাল র্যালী শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলাম,মেহেরপুর পৌর পরিষদ,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: গোলাম রসুল, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আ ফ ম শফিকুর রহমানসহ বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসন চত্বরে বিশেষ ভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের পক্ষে মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: গোলাম রসুল, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আ ফ ম শফিকুর রহমান,সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম,মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর পক্ষে কাউন্সিলর আল মামুন, বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, স্বাচিপ সভাপতি ড. এম এ বাশার, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আখতারজ্জামান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসান মালিক নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতি সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বাচ্চু, সহকারী কমিশনার ভুমি ফরিদ হোসেন প্রমুখ।