ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালন

By মেহেরপুর নিউজ

April 14, 2015

মেহেরপুর নিউজ,১৪ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ পালিত হচ্ছে।

বুধবার সকাল ৭টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান

খান, হেমায়েত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা গ্রাম বাংলার চিরায়িত সাজে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রাকে বর্নিল সাজে সজ্জিত করে। পরে শহীদ সামুজ্জোহা পার্কে শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর থিয়েটার ১ম, রবি ২য় ও মানব উন্নয়ন কেন্দ্র ৩য় স্থান অর্জন করে।

নানা আয়োজনের মধ্যে দিয়ে গাংনীতে বাংলা নববর্ষ  পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে বাংলা নববর্ষ ১৪২২ পালিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলা

প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু,পৌর মেয়র আহমেদ আলী,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন,সহকারী কমিশনার রাহাত মান্নান,গাংনী থানার ওসি আকরাম হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম,বিআরডিবি অফিসার জামিল আখতার, গাংনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন,আওয়ামীলীগ নেতা হাজী মোহাসিন,মনিরুজ্জামান আতু,রেজাউল হক,সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর সহ বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষিকা,ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া র‌্যালিতে গাংনী ডিগ্রী কলেজ,মহিলা ডিগ্রী কলেজ,গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়,প্রি ক্যাডেট এন্ড জুনিয়র হাইস্কুল,সন্ধানী স্কুল এন্ড কলেজ,পৌর মাধ্যমিক বিদ্যালয়,থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,লাইসিয়াম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। পরে শিশুপার্কে পান্নাভাত ও ইলিশের আয়োজন করা হয়। অপরদিকে প্রতিবারের ন্যায় এবারো দৃষ্টি নন্দন র‌্যালি বের করে চৌগাছা দৃষ্টান্ত গোষ্ঠী। র‌্যালিতে সভাপতি মহিবুল ইসলাম,সাধারন সম্পাদক জালাল উদ্দীন, আসলাম আলী,জহিরুল ইসলাম মিঠু,বুলবুল আহমেদ,আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে গাংনী উত্তরপাড়া প্রগতি ক্লাবের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারন সম্পাদক শফি কামাল পলাশ,যুবলীগ নেতা মজিরুল ইসলাম,প্রগতি ক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু,সম্পাদক সাইফুল ইসলাম টুটুল প্রমুখ। পরে গাংনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, এসময় মেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক ইমরান হোসেন টিপু উপস্থিত ছিলেন। অপরদিকে গাংনী ফটুবল মাঠে মেলা উদ্বোধন করেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। এসময় মেলা কমিটির সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক নবীর উদ্দীন ও আনারুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।