বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

July 11, 2015

মেহেরপুর নিউজ,১১ জুলাই:

“নারী শিশু সবার আগে বিপদে দূর্যোগে প্রাধান্য পাবে” শীর্ষক প্রতিপাদ্যে আলোচনাসভা, র‌্যালী ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি থেকে র‌্যালীর মধ্যে দিয়ে বিশ্ব জন সংখ্যা দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, এনডিসি মো: আমীনুল ইসলাম, দেলোয়ার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিথ ছিলেন।

পরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম,পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন প্রমুখ। পরে পরিবার পরিকল্পনা কাজে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে ফাতেমা খাতুনকে শ্রেষ্ঠ পরিবা কল্যান সহকারী, মনোয়ারা খাতুনকে শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা, পলাশি পাড়া সমাজ কল্যান সমিতিকে শ্রেষ্ঠ এনজিও, কুতুবপুর ইউনিয়ন শ্রেষ্ঠ ¯^াস্থ্য কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন কাথুলী এবং শেষ্ট্র উপজেলা হিসেবে সদর উপজেলাকে পুরস্কৃত করা হয়।