বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নায়েক পদে পদোন্নতি পেয়েছেন ৯ জন

By মেহেরপুর নিউজ

August 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে পুলিশ কনস্টেবল থেকে ৯ জন নায়েক পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়াতনে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যদের র‌্যাক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান।  এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এবার মেহেরপুর জেলায় কনস্টেবল থেকে নায়ক পদে মোট ৯ জন পদোন্নতি পেয়েছেন। র‍্যাংক ব্যাজ পরানোর সময় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেন বিপুল সেখানে উপস্থিত ছিলেন।