অন্যান্য

মেহেরপুরে নারী এমপি’র বাড়িতে চুরির ঘটনায় ১০ আসামী রিমান্ডে

By মেহেরপুর নিউজ

September 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর: মেহেরপুরের নারী সংসদ সদস্য সেলিনা আক্তারের বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনায় আটক ১০ জনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। রোববার দুপুরে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো,হালদার পাড়ার মফিজের ছেলে হৃদয় ওরফে ডিপজল, মসলেমের ছেলে সাইদ, মোহর আলীর ছেলে শাহিন, ওমর আলীর ছেলে ওয়াসিম, আক্কাস আলীর ছেলে মাসুদ ওরফে রানা, রেজাউলের ছেলে তুষার, পাতানের ছেলে মেগা, শাহিন আলীর ছেলে ফয়সাল, হাফিজের ছেলে রলি এবং শাহার আলীর ছেলে রাশেদুজ্জামান সজল প্রমূখ।