বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এনসিটিএফ এর অবহিতকরণ সভা

By মেহেরপুর নিউজ

July 20, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নে জেলা এনসিটিএফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা এন সি টি এফ এর সভাপতি ফাহিম মুনতাসীর নাবিলের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক নুসরাত শারমিন ও চাইল্ড পার্লামেন্ট মেম্বার নওরিন জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমল হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন প্রমুখ।এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর যুগ্মসাধারণ সম্পাদক আজমিমা আক্তার র‍্যামি। পরে প্রেজেন্টেশনের মাধ্যমে এনসিটিএফ সম্পর্কে সকলকে অবহিত করেন শিশু সাংবাদিক শাহী আল সাদাত।এসময় শিশুরা শিশুদের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তাদের অবহিত করেন।মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম এন সি টি এফ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং জেলা প্রশাসন সর্বত্র এনসিটিএফ এর কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফ সদস্য অনুভা বিশ্বাস, তৌফিক, রানী, কথা, এনসিটিএফ ভলেন্টিয়ার শিমুল প্রমুখ।