বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By Meherpur News

June 16, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহনান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যু বিহারী নাথ, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা (অব.) ক্যাপ্টেন আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুবুল আলম, জেলা বিএনপির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা প্রদান, এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নানা সুপারিশ গৃহীত হয়।