মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ফেব্রুয়ারী: “নারী নির্যাতনের ঘটনায় নিরবতা আর না” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ক্ষোভ প্রকাশ ও মানববন্ধন করেছে ব্রাক এনজিও’র কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার সময় মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের ব্যাক অফিসের সামনের সড়কে আধা ঘন্টা ব্যাপী তারা এ কর্মসূচী পালন করে। এসময় ব্রাকের জেলা ম্যানেজার মশিউর রহমান,এরিয়া ম্যানেজার লিটন দাসসহ ব্রাকের অর্ধশত কর্মকর্তা-কর্মচারী মানব বন্ধনে অংশ গ্রহন করেন।