শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে নারী শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন নাজমা সালেহীন

By মেহেরপুর নিউজ

March 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মার্চ: নানা প্রতিকুলতার মধ্যে নারী শিক্ষাকে এগিয়ে নিতে সংগ্রাম করে  চলেছেন মেহেরপুর সদর উপজেলার ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সালেহীন। এলাকার নারী শিক্ষার প্রসার ঘটাবার লক্ষ্যে নাজমা সালেহীনের পিতা মেহেরপুর সদর উপজেলা ফতেপুর গ্রামের আব্দুল আজিজ উজুলপুর ভৈরব নদের কিনারে ৬১ শতক জমির উপর ১৯৯৫ সালে ভৈরব নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুরুতেই ১২০ জনছাত্রী ওই স্কুলে ভর্তি হয়ে ২০০১ সালের ১ জানুয়ারি নবম শ্রেণী এবং ২ সালের ১ জানুয়ারি দশম শ্রেনীর পাঠদানর অনুমতি লাভ করার পর থেকে বিদ্যালয়টিকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় ২০০৮ ও ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করার অনন্য গৌরব লাভ করে  এবং ২০১২ সালে জেএসসি পরীক্ষায় সাধারন গ্রেডে বৃত্তিলাভ করে ১ জন ছাত্রী।এছাড়াও ওই বিদ্যালয় থেকে গড়ে শতকরা ৯০ ভাগ ছাত্রী পাশ করে আসছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতে অসামান্য সাফল্য বয়ে আনছে প্রতিবছর। বিশেষ করে হ্যান্ডবল ও অ্যাথলটিক্স এ গৌরবগাথা সাফল্য বয়ে আনছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ ও শুরুর পথে। প্রধান শিক্ষক নাজমা সালেহীন জানান, এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল ভালো করতে সরকারী বিধি মোতাবেক বিষয় ভিত্তিক শিক্ষকদ্বারা অতিরিক্ত ক্লাসের ব্যাবস্থা করার কারনে পরীক্ষার ফলাফল অত্যান্ত সন্তোষ জনক। তিনি আরো জানান, নিন্দুকেরা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। তারপরও শিক্ষার মান উন্নয়নে পিছুপা হতে রাজি নয় নাজমা। এদিকে সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর নামে সংবাদ প্রকাশ করায় করা হয়। তিনি বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসী ওই ঘটনা মিথ্যা আখ্যায়িত করে রেজুলেশন বহি হতে স্বাক্ষর করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।