অন্যান্য

মেহেরপুরে নারী শিশু পাচার নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা র‌্যালী ও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

September 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: মেহেরপুরে নারী-শিশু পাচার, নির্যাতন ও প্রতিরোধ একটি মৌলিক মানবাধিকার শীষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুরের খান ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। সিটিজেন ওয়াচ ফোরামের সভাপতি বাকাবিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, পলাশিপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব মোশাররফ, খান ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি আনোয়ার হোসেন, ফিল্ড কোঅর্ডিনেটর রেহেনা খাতুন  । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মীর দানিয়েল হোসেন, মনিরুল ইসলাম, অ্যাড. মীনা পাল,বকুল প্রমুভ পরে জেলা পরিষদ কার্যালয়ে সামনের সড়কে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়।