আইন-আদালত

মেহেরপুরে নাশকতা মামলায় জামায়াতের ১০ কর্মী জেলে

By মেহেরপুর নিউজ

October 19, 2016

মেহেরপুর নিউজ, ১৯ অক্টোবর: মেহেরপুরে নাশকতা মামলায় জামায়াতের ১৪ জন কর্মী আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করলে তাদের মধ্যে ১০ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানা হয়েছে। বুধবার বিকালে মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মহিদুজ্জমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন: মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামের জামায়াত কর্মী আতিকুল, তালহা, মেছের আলী, দুদু হোসেন , আব্দুল গণি, জামের আলী, একই উপজেলার বন্দর গ্রামের নুরুল হুদা, যাদবপুর গ্রামের দাউদ আলী, রাজাপুর গ্রামের আজির উদ্দিন ও কুলবাড়িয়া গ্রামের মাহবুল ইসলাম। মামলার এজাহারে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রæয়ারী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদীর ফাঁসির রায় ঘোষনা করে। ওই দিন সন্ধ্যায় ক্ষুব্ধ হয়ে মামলার আসামীরা শহর জুড়ে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও জ্বালাও পোড়াওয়ের ঘটনা ঘটায়। ওই ঘটনার পরদিন সদর থানার এস আই গাজী ইকবাল হোসেন ৭৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামীরা আত্মগোপনে ছিলেন। অবশেষে বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মহিদুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক ১৪ জনের মধ্যে ১০ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় আসামী পক্ষে কামরুল হাসান এবং রাষ্ট্রপক্ষে সিএসআই কামাল হোসেন আইনজীবীর ভুমিকা পালন করেন। মেহেরপুর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন জানান, ওই মামলায় ১৪জন জামায়াত কর্মী জামিনের আবেদন করে আত্মসমর্পন করলে বিচারক ১০ জনের জামিন না মঞ্জুর করেছেন।