আইন-আদালত

মেহেরপুরে নিরাপদ সড়কের দাবিতে আইনজীবিদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

May 27, 2015

মেহেরপুর নিউজ,২৭ মে: সড়ক দূর্ঘটনায় সিনিয়র সহকর্মীকে হারিয়ে কষ্টচাপা বুকে সোচ্চার হয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুর জেলা আনজীবি সমিতির সদস্যরা। বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আযাদুল আযম খোকন, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, অ্যাড. জাহাঙ্গীর হোসেন, অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. মারুফ আহমেদ বিজনসহ আইনজীবিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাঝে অবিলম্মে মেহেরপুর সড়কের বিভিন্ন স্থানে স্পিড ব্রেকার তৈরি করে মেহেরপুরের সড়কগুলোকে নিরাপদ করার দাবি জানান। এর আগে জেলা জজ কোর্ট মিলনায়তনে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আযাদুল আযম খোকন, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, অ্যাড. জাহাঙ্গীর হোসেন, অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. মারুফ আহমেদ বিজন প্রমুখ। পরে সেখানে মরহুম আব্দুর রশিদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যারাতে প্রবীন আইনজীবি অ্যাড. আব্দুর রশিদ সড়ক নিজ বাড়ির অদুরে মসজিদে নাময পড়ার উদ্যোশে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় মারা যান।