মেহেরপুর নিউজঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও গণভোটের প্রচার কার্যক্রমও চালানো হয়।
রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও মোনাখালী এবং গাংনী উপজেলার হেমায়েতপুর, মানিকদিয়া ও ষোলটাকা এলাকাসহ বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমুর নেতৃত্বে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অপরদিকে গাংনী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাবিদ হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার হেমায়েতপুর বাজার, মানিকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ষোলটাকা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রাথমিকভাবে মৌখিকভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।