বর্তমান পরিপ্রেক্ষিত

এবার মেহেরপুর পৌর নির্বাচন দাবি বিএনপি’র

By মেহেরপুর নিউজ

October 10, 2016

মেহেরপুর নিউজ, ১০ অক্টোবর:

মেহেরপুর পৌরসভার নির্বাচন বন্ধের প্রতিবাদ এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুসারে ৩১শে অক্টোবর মেহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শহরের প্রতিবাদ মিছিল করেছে পৌর বিএনপি। মিছিল শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। সোমবার সকাল ১০ টায় সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে দলের জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতারা। পরে একই স্মারকলিপি অনুলিপি তারা পুলিশ সুপারের কাছে প্রদান করেন। মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি এমএ কে খায়রুল বাশার, পৌর বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু সহ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়। ঘোষীত তফসীল মোতাবেক আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তফসীলে বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। মনোনয়ন জমা দানের শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের সহকারী সচিব মো: রাজীব আহসান স্বাক্ষরিত এক আদেশে নির্বাচন স্থগিত করা হয়। আদেশের প্রেক্ষিতে নির্বাচনী দায়িত্ব থাকা রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত মেহেরপুর পৌর নির্বাচন স্থগিত করেন।