বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নুহু নবী হত্যা মামলার আসল আসামিদের চাজশিট থেকে বাদ দেওয়ার অভিযোগ

By মেহেরপুর নিউজ

March 04, 2017

মেহেরপুর নিউজ, ০৪ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে নুহু নবী হত্যা মামলার আসল আসামিদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নুহু নবীর ছোট ভাই ও মামলার বাদি ফিরোজ আলী। শনিবার বিকালে মেহেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি আদালতে নারাজীর আবেদন করবেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্য তিনি জানান, গত ৫ নভেম্বর সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ভাই নুহু নবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় আমি বাধা দিতে গেলে তারা আমাকেও পিটিয়ে জখম করে। পরে রাত সাড়ে ১১ টার সময় চিকিৎসাধীন অবস্থায় আমার ভাইয়ের মৃত্যু হয়। পর দিন ৬ ডিসেম্বর স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিনকে প্রধান আসামী ১ নম্বর করে ২১ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করি। অথচ মামলায় তদন্তকারী কর্মকর্তা শরীফ উদ্দিনসহ হত্যাকান্ডের সাথে জড়িত আসল ৭ আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। বিষয়টি নিয়ে আমি আদালতে নারাজী আবেদনের প্রক্রিয়া শুরু কলছে শরিফ উদ্দিন সহ ওই আসামীরা আমাকে বিভিন্ন ভাবে হুমকিও ভয়ভীতি প্রদর্শন করছেন। যে কারণে আমার পরিবারের সদস্যদের নিয়ে জীবন নাশের আশংকায় আছি।