আইন-আদালত

মেহেরপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দু’হোটেল মালিকের জরিমানা

By মেহেরপুর নিউজ

November 17, 2015

মেহেরপুর নিউজ,১৭ নভেম্বর: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে মেহেরপুর ওয়াপদা মোড় এলাকায় আজিম উদ্দিন ও ফারুক হোসেন নামের দু’হোটেল মালিকের কাছে থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: দেলোয়ার হোসেন এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো: দেলোয়ার হোসেন বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন মোতাবেক ওই দু’হোটেল মালিকের প্রত্যেকের কাছে থেকে দেড় হাজার টাকা করে জরিমনা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, দন্ডিতরা দীর্ঘদিন ধরে মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে হোটেল নির্মান করে সেখানে নোংরা পরিবেশে খাবার তৈরি করে আসছেন।