বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পক্ষকাল ব্যাপি কুচকাওয়াজ প্রশিক্ষন উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর:

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বি এম) কলেজের উদ্যোগে  রোববার মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বি এম) কলেজ মাঠে বিদ্যালয়ের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটসের পক্ষকাল ব্যাপি কুচকাওয়াজ প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।

অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামান পক্ষকাল ব্যাপি কুচকাওয়াজ প্রশিক্ষন উদ্বোধন করেন। বিদ্যালয়ে ৫০ জন ছাত্রী প্রশিক্ষনে অংশ নিচ্ছে।