বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পবিত্র ঈদু-উল আজহা পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By Meherpur News

May 04, 2025

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদু-উল আজহা পালনের মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে প্রস্তুতি সভায পবিত্র ঈদু-উল আজহার প্রধান ঈদের নামাজ সকাল ৭-৩০ মিনিটের সময় পৌর ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় প্রধান জামাত সকাল ৭-৪৫ মিনিটে শহরের পুরাতন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সকাল ৭টায় জেলা মডেল মসজিদ, ৭-১৫ মিনিটে থানা জামে মসজিদ, ১-১৫ মিনিটে সদর উপজেলা মডেল মসজিদ এবং সকাল ৭-১৫ মিনিটে কোট জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলার অন্যান্য ঈদগাহ মাঠে সুবিধামতো সময়ে জামাত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, ইন্সপেক্টর গোলাম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন,মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ,বীর মুক্তিযুদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক,মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজাজ্জামান, জেলা বি এন পির সদস্য ইলিয়াস হোসেন,আনসারুল হক,জেলা জামায়েতে ইসলামির নায়েবে আমির মাহবুববুল আলম,মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক সাগর হোসেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.ফাতেমা খাতুন,জেলা শিক্ষা অফিসার হযরত আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালনা নাসিমা খাতুন, জেল সুপার দেবদুলাল কর্মকার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম তিতাশ হোসেন,জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজি আবুল মুনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।