ধর্ম

মেহেরপুরে পবিত্র জুমাতুল বিদা পালিত

By মেহেরপুর নিউজ

April 05, 2024

মেহেরপুর নিউজ:

পবিত্র জুমাতুল বিদা আজ। ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রমাদান।’ অর্থাৎ, বিদায়, বিদায় হে মাহে রমজান- জুমাতুল বিদার খুতবার মধ্য দিয়ে রমজানকে বিদায়ের প্রস্তুতি নেবে মুসলমানরা। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করে থাকে।

শুক্রবার মেহেরপুরের মসজিদে-মসজিদে রমজানের শেষ জুমার নামাজ আদায় করবে মুসল্লিরা। মুসল্লিরা পবিত্র রমজান মাসকে বিদায় জানিয়ে বিশেষ দোয়া মোনাজাত করবে আজ। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না।

এ দিন মেহেরপুর জেলার মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হয়। মেহেরপুর জেলার প্রতিটি মসজিদে জুমার ২ রাকাত নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন।