মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র হজ্জ ও ওমরাহ পালনে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপ পরিচালক এ এ জে এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম। বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মোঃ আমানুল্লাহ,মুফতি মিনারুল ইসলাম,মুফতি আব্দুল গাফফার।