অন্যান্য

মেহেরপুরে পরকীয়া প্রেমিক প্রেমিকা লাপাত্তা ।। ৪ সহযোগী আটক

By মেহেরপুর নিউজ

September 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজোর রামদাসপুর গ্রামের মারফত আলীর মেয়ে ও এক প্রবাসির স্ত্রী শান্তনা খাতুন প্রেমের টানে প্রেমিক সাদ্দামের হাত ধরে পালিয়ে গেছে। প্রেমিক সাদ্দাম কালাচাদপুর গ্রামের রুহুলের ছেলে। এ সময় তাদের পালিয়ে যাওয়ার কাজে সহযোগীতা করার দায়ে পুলিশ ৪ সহযোগীকে  আটক করেছে। তারা হলো সদর উপজেলার কামদেবপুর গ্রামের ইসমাইলের ছেলে মাহবুব, আনসারুলের ছেলে ইব্রাহিম,ইয়ারুলের ছেলে রিপন, দাউদ হোসেনের ছেলে বাহার আলী। পুলিশ জানায়, সোমবার রাত১ টার দিকে মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামের রুহুলের ছেলে সাদ্দাম তার ৪ সহযোগীকে নিয়ে মাইক্রো যোগেসদর উপজেলার রামদাসপুর গ্রামে প্রেমিকা সান্তনাকে উঠিয়ে নেয়ার জন্য যায়। এ সময় প্রেমিক প্রেমিক পালিয়ে গেলেও এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ চাঁদপুর ব্রীজের কাছে অভিযান চালিয়ে সাদ্দামের ৪ সহযোগীকে আটক করে।  এ ঘটনায় সান্তনার পিতা মারফত আলী বাদি হয়ে সাদ্দামসহ আটক ৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে।