মেহেরপুর নিউজ, ১৫ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে জেলা পর্যায়ে “পরমানু শক্তির শান্তিপূর্ন ব্যবহার” শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়য়ের উপ-সচিব মুহিউদ্দিন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা রায়হানুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহকারী কিউরেটর মোহসীন মোল্লা, মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলীফ হোসেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাসানুর জামান বিশ্বাস। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।