শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে পরিচয়’র ঈদ ও পূজা সংখ্যার মোড়ক উন্মোচন

By মেহেরপুর নিউজ

October 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর: মেহেরপুরে সাহিত্য বিষয়ক পত্রিকা পরিচয়’র ঈদ ও পূজা সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। প্রখ্যাত কথা সাহিত্যিক সহকারী অধ্যাপক রফিকুর রশিদ পরিচয়’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এ সময় পত্রিকার সম্পাদক আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি পি অ্যাড. পল্লব ভট্রাচার্য, প্রবীন শিক্ষক ননী গোপাল ভট্রাচার্য, বিএমএ’র জেলা সভাপতি ডা: রমেশ চন্দ্র নাথ, জেলা শিল্পকলার সাধারন সম্পাদক সাইদুর রহমান, সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী,পাক্ষিক অন্যান্যর সম্পাদক মোজাফফর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাশ্বত নিপ্পন। সংগঠক মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভি নিউজের সম্পাদক জয়ন্তু আচার্য,শামিম জাহাঙ্গীর সেন্টু প্রুমখ।

এ সময় কথা সাহিত্যক রফিকুর রশিদ বলেন, যত্র যত্র সংখ্যা প্রকাশ করার থেকে বছরে একটি হলেও লেখা ও সাহিত্য সমৃদ্ধ পত্রিকা প্রকাশ করাই ভালো। তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেহেরপুর সাহিত্যর মরুভুমি। এখানে কোনো পত্রিকা জন্ম হওয়ার আগেই অকাল মৃত্যুর কথা মনে করে বাজারে আসে। এ প্রসঙ্গে রফিকুর রশিদ বলেন, মরতে তো সবাইকেই হবে তুবও বাচাঁর সাধ জাগে না কার।