অন্যান্য

মেহেরপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

September 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ সেপ্টেম্বর:

মেহেরপুরের আঞ্চলিক সড়কগুলোতে ইজিবাইক চলাচল বন্ধ, বাস ভাংচুর ও বাস মালিককে লাঞ্চিত করার ঘটনায় লাঞ্চিতকারীদের বিচারের আশ্বাসে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য জোট। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য জোটের নেতৃবন্দসহ ব্যবসায়ীদের নেতাদের নিয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ধর্মঘট প্রত্যাহার করে নেন। জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে পুলিশ সুপার হামিদুল আলম, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম রসুল, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু, কোষাধাক্ষ রেজানুর রহমান, সদস্য সাফুয়ান আহমেদ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল তার বক্তব্যে বলেন, পুলিশ সুপার যেহেতু আমাদের দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সেই হিসেবে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিলাম। পুলিশ সুপার হামিদুল আলম তার বক্তব্যে বাস মালিক সমিতির সদস্য ও শ্রমিক নেতাদের উদ্যোশে করে বলেন, ইজিবাইকরা চালকরা বাস ভাংচুর করেছে , মালিককে লাঞ্চিত করেছে তার বিচার আইন করবে। প্রতিশোধপ্রবনতায় যদি আপনারও একই কাজ করেণ তাহলে পুলিশ প্রশাসন বাধ্য হবে আপনাদের আইনের মুখোমুখি দাড় করাতে। তিনি আরো বলেন, আপনাদের দাবির প্রেক্ষিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের সাথে মতবিনিময় শেষে তার সুপারিশ মোতাবেক মেহেরপুর পৌর সভার মধ্যে ইজিবাইকরা চলাচল করতে পারবে। এছাড়া মুজিনগর সড়কের বামনপাড়া মোড় এবং আটকবর সড়কের নুরপুর পর্যন্ত তারা চলাচল করবে। এর বাইরে করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেন পুলিশ সুপার জানান। উল্লেখ্য, বুধবার সকাল থেকে মেহেরপুর থেকে আন্ত: জেলা পরিবহন এবং সন্ধ্যা থেকে দুরপাল্লাসহ সকল ধরণের পরিবহন ধর্মঘট চলছিলো।