মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামে পাওয়ার টিলারের ধাক্কায় আনোয়ার হোসেন আন্টু নামের মোটরসাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে শ্যামপুর উত্তর শালিকা সড়কে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন নান্টু মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে।
জানা গেছে বিকেলের দিকে আনোয়ার হোসেন আন্টু নিজগ্রাম শ্যামপুর থেকে উত্তর শালিকে যাওয়ার পথে একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এতে আন্টু মারাত্মক আহত হলে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।