বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পাচারকারীর কবল থেকে ৩ বছরের শিশু উদ্ধার!

By মেহেরপুর নিউজ

December 02, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর:

মেহেরপুরের পল্লী থেকে শিশু চুরি করে পালাবার সময় গ্রামবাসী শিশু পাচারকারীর কবল থেকে ৩ বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার সহগরপুর গ্রামের আজমাইলের মেয়ে রাজিনা খাতুনকে (৩) সাথে নিয়ে তার স্ত্রী মেহেরপুর সদর উপজেলার তেরোঘোরিয়া গ্রামে মায়ের বাড়ি বেড়াতে যায়। ঘটনার দিন দুপুরের দিকে এক শিশু পাচারকারী কৌশলে শিশু রাজিনাকে তুলে নিয়ে সাইকেল যোগে উজুলপুর গ্রাম পার হওয়ার সময় সে কান্নাকাটি শুরু করে। এসময় উজুলপুর গ্রামের কয়েকজন পথচারীর সন্দেহ হলে পাচারকারীকে চ্যালেঞ্জ করে। এসময় পাচারকারী শিশুটিকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

শিশুটিকে উদ্ধার করে কুতুবপুর ইউনিয়ন পরিষদে নিয়ে চেয়ারম্যান ইদ্রিস আলীর জিম্মায় দেয়া হয়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের গ্রামে জানা জানি হলে রাজিনার নানি সাহার বানু এসে তার নাতনি রাজিনাকে নিয়ে যায়। এসময় নাতনিকে ফিরে পেয়ে নানী-নাতনি দু’জনেই কান্নায় ভেঙে পড়ে।