বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পাটজাত মোড়কের বাধ্যতামূলক উদ্বুদ্ধকরণ সভা

By মেহেরপুর নিউজ

February 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে পাট ও পাটবীজ উৎপাদনকারী ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বিধিমালা ২০১৩ এর প্রয়োগ ও বাস্তবায়ন সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে “সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ “স্লোগান এর উপর বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পাট পরিদর্শক মহাসিন সিকদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপনকুমার, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি প্রমুখ।