বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পারফরমেন্স বেজড গ্রান্টস পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

By Meherpur News

July 28, 2025

মেহেরপুর নিউজ:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি)’ এর আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, সাংবাদিক তোজাম্মেল আজম, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, অভিভাবক আল মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম এবং কুমারী পূর্ণিমা বালা।

অনুষ্ঠান শেষে ২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পারফর্ম করা মোট ৩১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।