বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

By Meherpur News

June 25, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্প যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম, কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, এ.ই.ও সাহাদুল ইসলাম, প্রকল্পের সদস্য নাহিদুজ্জামান, সেলিনা খাতুন এবং এস.এম. স্বাধীন খান।

কৃষি উন্নয়ন, পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা সৃষ্টিতে “পার্টনার” প্রকল্পের কার্যক্রম তুলে ধরতেই এ কংগ্রেসের আয়োজন করা হয়।