শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পার্ঠ্য পুস্তক বিতরনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী: মেহেরপুর জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তক বিতরনের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান, সহকারী স্কুল পরিদর্শক ফয়সানুল কবির, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, জয় দাস  প্রমুখ।

প্রাথমিক পর্যায়ে পাঠ্য পুস্তক বিতরন:

পরে মেহেরপুর এস এম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাথমিকি পর্যায়ে প্রধান অতিথী হিসেবে উপস্থিতি থেকে বই বিতরনের উদ্বোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউএনও নাজনিন সুরতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম পালু, উপজেলা প্রাথমিক শিক্ষা অপিসার আমজাদ হোসেন,সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন প্রমুখ।

গোভীপুর মাধ্যমিক বিদ্যলয়ে বই বিতরন: গোভীপুর মাধ্যমিক বিদ্যলয়ে বই বিতরন অনুষ্ঠানে বিদ্যালয ম্যানেজিং কমিটির সভাপতি শাহজামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোখলেসুর রহমান। অন্যান্যদের মধ্য সহকারী শিক্ষক সানজিদা ইসলাম, ফরিদা পারভিন, রুহুল আমিন, মনিরুজ্জামান,হামিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আমঝুপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন: আমঝুপি মাধ্যমক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বোরাহান উদিদন চুন্নুর সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মামুল ইসলামসহ অন্যান্য শিক্ষক  বৃন্দরা। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানিজং কমিটির সভাপতি আশরাফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক বৃন্দরা,আমঝুপি আলিম মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সভাপতি বোরাহন উদ্দিন চুন্নুর সভাপতিত্বে সুপার মাহবুবুল হকসহ অন্যন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।