আইন-আদালত

মেহেরপুরে পাসপোর্ট অফিসের দালালসহ বিভিন্ন জনের জেল জরিমানা

By মেহেরপুর নিউজ

August 31, 2016

মেহেরপুর নিউজ, ৩১ আগষ্ট: মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে জাহিদুল আলম তুহিন নামের এক দালালের এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দন্ডাদেশ প্রাপ্ত জাহিদুল জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার দুপুর ২ টার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আমীনুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। দন্ডাদেশপ্রাপ্ত জাহিদুল আলম তপন পাসপোর্ট অফিস সংলগ্ন নেট পয়েন্ট দোকানের মালিক। তার দোকান থেকে দালালি কাজে ব্যবহার করা পাসপোর্ট গ্রাহকদের নাম লিপিবদ্ধ রেজিষ্টারটি জব্দ করেছে আদালত। ভ্রাম্যমান আদালতের টিমে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বশির উদ্দিন, এস আই কার্তিক দাস উপস্থিত ছিলেন। এ সময় পাসপোর্ট অফিসের সামনে সিগারেট বিক্রি করার অপরাধে ঝন্টু হোসেন নামের একজনের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, একই বিচারকের ভ্রাম্যমান আদালত মেহেরপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালে ভিতরে অভৈধভাবে ইজিবাইক পার্কিং করার দায়ে ইজিবাইক চালক মাসুমের এক হাজার, সুজনের ৫শ, রফিকুল, আমানুল, কদর আলী, সোহেল ও হিরকের ২শ টাকা করে জরিমানা আদায় করা হয়।