বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 04, 2018

মেহেরপুর নিউজ, ০৪ ফেব্রুয়ারি: মেহেরপুরে কবুতর উড়িয়ে ও ফিতা কেটে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর আঞ্চলিক পার্সপোট অফিস প্রাঙ্গনে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, পাসপোর্ট সেবা নিতে এসে সেবাগ্রহীরা যাতে অসুবিধার সম্মুখিন না সেদিকে খেয়াল রাখার জন্য আহবান জানান। মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক বশির আহামেদ বলেন, শুধু এ সেবা সপ্তাহে না সারা বছর ধরেই পাসপোর্ট পেতে সাধারণ মানুষকে সব ধরণের সেবা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোক্তার হোসেন দেওয়ান, জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আজিজ আল মামুন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, সাবেক সদস্য সচিব রেজ আন উল বাশার তাপস, সহ-সভাপতি মাহাবুব চান্দু, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক পোলেনসহ জেলার গন মাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।