শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে পা দিয়ে লিখে সমাপনি পরীক্ষা দিচ্ছে দু’যমজ বোন পাপিয়া ও পপি

By মেহেরপুর নিউজ

November 25, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর: মেহেরপুরের শারীরিক প্রতিবন্ধি দু’যমজ বোন পা দিয়ে লিখে সমাপনি পরীক্ষায় দিচ্ছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর কেন্দ্রে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝূপি ইউনিয়নের ঝাউবাড়িয়া গ্রামের পিয়ারুল ইসলামের মেয়ে পাপিয়া খাতুন জন্ম থেকে ২ টি হাত দিয়ে কোন কাজ করতে পারেনা। তার পরও সে অদম্য ইচ্ছা নিয়ে লেখা চালিয়ে যাচ্ছে। সে স্থানীয় ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবছরের সমাপনি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার ২ টি হাত থাকার পরও হাতে কোন কাজ করতে না পারায় তাকে খাতায় লেখাসহ নিত্য দিনের প্রয়োজনীয় সব কাজ পা দিয়ে সারতে হয়। পা দিয়ে মাথার চুল হাছড়ানো থেকে শুরু করে কাঁথা সেলাই পর্যন্ত সম্পাদন করতে হয়। তারই যমজ বোন পপিও তার সাথে একই কেন্দ্রে স্বাভাবিক ভাবেই পরীক্ষা দিচ্ছে। ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান আশা করছেন শিক্ষার্থী পাপিয়া খাতুন সমাপনি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবে।