শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে পিএসসি পরীক্ষার ফল প্রকাশ।। ৬’শ জন পেয়েছে জিপিএ ৫

By মেহেরপুর নিউজ

December 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ ডিসেম্বর: সারাদেশের ন্যায় মেহেরপুরেও পিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।এবছর  পিএসসি পরীক্ষায় এবছর ৬৭ জনের পরীক্ষা দিয়ে ৩৯ জন জিপিএ৫সহ শত ভাগ পাশ করে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ জেলায় ১ম স্থান  এবং ৬০ জন পরীক্ষা দিয়ে ৩০ জন জিপিএ৫ সহ শতভাগ পাশ করায় গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী ২য় স্থান অর্জন করেছে। জেলা থেকে এবছর ৬’শ জন জিপিএ ৫ পেয়েছে। চলতি সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে ১২ হাজার ৪’শ৮ জন পরীক্ষার্থী এতে অংশ নিয়ে পাশ করেছে ১২ হাজার ৬৭ জন। জেলায় পাশের হার ৯৭.২৫ ভাগ। এর মধ্যে সদর উপজেলায় ১৪৬টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ হাজার ৮৪০ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪হাজার ৭৬৫ জন। পাশের হার ৯৮.৪৫ ভাগ।এখানে জিপিএ৫ পেয়েছে ৩৩৪ জন।  গাংণী উপজেলা থেকে থেকে ৫ হাজার ৬৬৪ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫হাজার ৪০৭ জন। পাশের হার শতকরা ৯৫.৪৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১৭০ জন। মুজিবনগর উপজেলা থেকে ১হাজার ৯০৪ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১হাজার ৮৯৫ জন । পাশের হার শতকরা ৯৯.৫৩ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৯৬ জন। জেলায় ৪০৭টি বিদ্যালয়ের মধ্যে থেকে ৩৯৪টি বিদ্যালয় শতভাগ পাশ করেছে। এর মধ্যে জেলার একমাত্র রেহেনা হাসিব প্রষ্ফুটিত নাইট স্কুলের ২ জন পরীক্ষা দিয়ে একজন পাশ করেনি।