বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পিটিআই’র উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 24, 2016

মেহেরপুর নিউজ, ২৪ ডিসেম্বর: মেহেরপুরে প্রাইমারী ট্রেনিং ইনষ্টিউট’র (পিটিআই) উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন পিটিআই’র নাম ফলক উন্মোচন করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সর্দার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ঠিকাদার আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা প্রকৌশলী রাশেদুল হাসান, উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পিটিআই’র ভারপ্রাপ্ত সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাফ উদ দৌলা, শিক্ষক নেতা আলমগীর হোসেন প্রমুখ।

মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার বন্দরে ১৩ কোটি টাকা ব্যায়ে এলজিইডির তত্তাবধানে মেহেরপুর পিটিআই নির্মান করা হয়। আগামী ১ জানুয়ারী থেকে প্রাইমারী শিক্ষকদের প্রশিক্ষন শুরু হবে জানা গেছে।