বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুরাতন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান, জরিমানা ও মুচলেক

By Meherpur News

July 21, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে সড়ক ও মহাসড়কে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর শহরের টিটিসি মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর। অভিযানে ২০ বছরের বেশি পুরাতন বাস চালনার অভিযোগে তিনটি বাসের চালকের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের কাছ থেকে ভবিষ্যতে এসব যানবাহন সড়কে না নামানোর মুচলেকা নেওয়া হয়।

অভিযান চলাকালে বিআরটিএর সহকারী পরিদর্শক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।