ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে পুরো বাঙালি আবহেই চলছে বাংলা বর্ষবরণ।। শেষ হয়েছে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা,চলছে পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

April 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ এপ্রিল: মেহেরপুরে পুরো বাঙালি আবহেই বরন করা হচ্ছে বাংলা নববর্ষকে। ১৪১৯ বাংলা বছরকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ভোর থেকেই বৈশাখী পেশাকে সকল পেশার মানুষ জড়ো হতে থাকে মেহেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আজ শনিবার সকাল ৮ টার দিকে লোকজ সংস্কৃতির ভান্ডারে ভরপুর হাজার বছরের বাঙ্গালী ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গল শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান মোড় প্রদক্ষিণ শেষে স্থানীয় সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন। সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু। বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লা হেল বাকি। মঙ্গল শোভাযাত্রায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদিন,মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু,পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি সহ সকল শ্রেনী-পেশার মানুষ। মেহেরপুর পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গনে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয় পান্তা উৎসব। এছাড়াও নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে সরকারি শিশু পরিবার ও জেলা কারাগারে বাঙ্গালী খাবার পরিবেশন করা হয়। সকাল ১০ টায় মেহেরপুর স্থানীয় সামসুজ্জোহা পার্কে গ্রামিন লাঠি খেলা,বাদর নাচ এবং সাপ খেলা অনুষ্ঠিত হবে। বেলা ১১ টায় মেহেরপুর জেলা কারাকতৃপক্ষের তত্বাবধানে কারাবন্দীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল ৪ টায় জেলা শিশু একাডেমীর উদ্যেগে  শিশু একাডেমী মিলনায়তনে স্কুলের ছেলে-মেয়েদের অংশগ্রহনে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। সর্বশেষ বিকেল ৫ টায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রথম আলো বন্দ্ধু সভার উদ্যেগে মেহেরপুর জেলা শাখার উদ্যেগে মেহেরপুর হলে আলোচনা সভা ও পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।