রাজনীতি

মেহেরপুরে পুলিশি বাধার মুখে বিএনপি’র সমাবেশ ও গণমিছিল

By মেহেরপুর নিউজ

November 26, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ নভেম্বর:

দেশব্যাপী কর্মসুচীর আলোকে মেহেরপুর বিএনপি’র আহবানে ৩০শে নভেম্বর সকাল সন্ধা হরতাল সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে বিএনপি মিছিল বের করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় মিছিলকারীরা মেহেরপুর পৌর টাউন হল গেটে দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকে। এর আগে সেখানে  অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। সমাবেশের পূর্বে বিএনপি’র নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হতে থাকে। সদর থানা বিএনপির সভাপিত শহিদুল হক মাস্টার এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল­া সেন্টু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান গাড্ডু, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, জেলা যুবদল নেতা জাহিদুল হক জাহিদ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্ততায় মাসুদ অরুন বলেন, দেশ ও জনস্বাথ রক্ষায় সম্পুর্নরুপে ব্যর্থ সরকারকে হঠানোর দাবিতে আগামী ৩০শে নভেম্বর সকাল সন্ধা হত্যা সফল করতে হবে।  তিনি আরও বলেন মামলা-হামলা ও পুলিশী নির্যাতনের মধ্যে দিয়ে সরকার আবারও একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে। তিনি সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। সমাবেশ শেষে মাসুদ অরুনের নেতৃত্বে গণমিছিলটি পুলিশ আটকিয়ে দেয়।