বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার \ আটক-২

By মেহেরপুর নিউজ

March 08, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চঃ মেহেরপুর ডিবি পুলিশ সোমবার এক কেজি গাঁজা উদ্ধারসহ ২ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। জানা গেছে, সোমবার ডিবি’র সে আই আজমল হোসেনের নেতৃত্বে ডিবি’ একটি দল গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের আলীমুদ্দিনের ছেলে সুজন ও ফয়েজউদ্দিনের ছেলে সাবির“লকে এক কেজি গাঁজাসহ আটক করে।