বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার।। আটক ১২

By মেহেরপুর নিউজ

March 07, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:

মেহেরপুর পুলিশ  এক কেজি গাঁজা উদ্ধারসহ বিভিন্ন মামলার ১২ আসামিকে আটক করেছে। পুলিশ জানায়, এদিন গাংনী থানা পুলিশ গাংনী উপজেলার কাথুলী থেকে ধলা গ্রামের জমিরউদ্দিনের ছেলে সাবদুলকে এক কেজি গাঁজাসহ আটক করে। একই দিনে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জি আর মামলার ৯ জন ও সি আর মামলার ২ আসামিকে অটক করে। এদিকে এদিন মুজিবনগর থানার এস আই একরামের নেতৃত্বে এ দিন মহাজনপুর গ্রামের জহরউদ্দিনের ছেলে মিলনের উপর হামলাকারী সদর উপজেলার আশরাফপুর গ্রামের ছিয়ামুদ্দিনের ছেলে ফিরাকে আটক করেছে।