বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দু মাদক কারবারী আটক

By মেহেরপুর নিউজ

December 07, 2019

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত থেকে ৮ কেজি গাঁজাসহ গাইবান্ধা জেলার দু মাদক কারবারীকে আটক করেছে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্প।

আটকরা হলো গাইবান্ধা জেলার সদর উপজেলার কয়াফনিয়া গ্রামের শাহাজামাল হোসেনের ছেলে শাহ মুসলিম ওরফে তামিম (২৪) ও একই জেলার গোব্দিগঞ্জ উপজেলার শ্রীপতিপুর ছয়ঘরিয়া এলাকার ওয়ারেস মন্ডলের ছেলে নাইম মন্ডল (২৩)।

আজ শনিবার (৭ ডিস্বের) সকাল সাড়ে ৭ টার সময় কাজীপুর গোলামবাজার এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ তাদের আটক করেন পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টীম।

পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক অজয় কুমার ও সহকারী উপপরিদর্শক এএসআই আহমেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযানে অংশ নেন।

গাংনী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) ওবাইদুর রহমান জানান, সকাল সাড়ে ৭ টার দিকে ওই দুজন মাদক কারবারী দৌলতপুর সীমান্ত থেকে চোরাইপথে গাঁজা নিয়ে কাজীপুর-বামন্দী রোডের গোলামবাজার এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্ত্বিতে পুলিশের একটি টীম সেখানে অভিযান চালিয়ে ২ টি লাগেজের ভিতর থেকে ৪ কেজি করে ৮ কেজি গাঁজা উদ্ধার হয়ে।এসময় ওই দুই মাদক কারবারীকে আটক করে থানায় নেয়া হয়েছে।

এ বিষয়ে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।