বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 03, 2017

মেহেরপুর নিউজ, ০৩ এপ্রিল: মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

সোমবার বিকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেন এন্ড অপারেশন) মোঃ মোখলেছুর রহমান বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মেহেরপুর পুলিশ সুপার আছিুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা বিভাগীয় ডিআইজি দিদার আহামেদ, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান, নড়াইল পুলিশ সুপার দিদার হোসেন, মেহেরপুর পুলিশ সুপারের পতœী সালমা আক্তার।

পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরআগে অতিরিক্ত আইজি মোঃ মোখলেছুর রহমান ক্রীড়া পতাকা উত্তোলন করেন এবং মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় সেখানে শান্তির প্রতীক কবুতর এবং বেলুন ওড়ানো হয়।

এদিকে বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদের নেতৃত্বে মহিলা পুলিশসহ ৫টি দল কুচকাওয়াজে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুড়া, নড়াইল জেলার পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, খাজা মইনদ্দিন লিটন, শাহীন উদ্দিন, শাহানা ইসলাম শান্তনা, অ্যাড. ইয়ারুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। এদিকে বার্ষিক সমাবেশ উপলক্ষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন সাংবাদিক মিজানুর রহমান ও সাংস্কৃতিক কর্মী নিশান সাবের।