বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ ও বিচার দাবি :: নিরীহ গ্রামবাসীর উপর গোয়েন্দা পুলিশের লাঠিচার্জ

By মেহেরপুর নিউজ

December 21, 2016

মেহেরপুর নিউজ,২১ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে এক মাদক ব্যবসায়ী আটক করতে গিয়ে নিরীহ গ্রামবাসীর উপর গোয়েন্দা পুলিশের লাঠিচার্যের প্রতিবাদে বিক্ষোভ এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার দাবি করেছে গ্রামবাসী। মঙ্গলবার রাত ১০টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবনে গিয়ে তাঁর কাছে এ দাবি জাানান গ্রামবাসীরা। সংসদ সদস্যর কাছে বিচারের আশ্বাস পেয়ে তারা বাড়ি ফিরে যান। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গোভীপুর গ্রামের পুরাতন মসজিদ পাড়ার চিহিৃত মাদক ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে আটক করতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় স্থানীয় জনতা পুলিশের অভিযান দেখতে সেখানে ভিড় জমায়। পওে গোয়েন্দা পুলিশের অপর একটি দল সেখানে উপস্থিত হয়ে গ্রামবাসীকে বেধড়ক লাঠিচার্জ করতে থাকে। লাঠিচার্যের ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতা মুরাদ আলী, মানসিক প্রতিবন্ধী হুসাইন, ওয়ার্ড আওয়ামীলীগ কমিটির সভাপতি হেদায়েতুল্লাহর ছেলে ইজারুল ইসলাম, ছানাউল্লাহ মাষ্টারের ছেলে হাসান, স্থ্ণাীয় হালিমা খাতুন, সালমা খাতুন, তাছিরুল ইসলাম, মাসুদ সহ প্রায় ১৪/১৫ জন আহত হয়েছেন। পুলিশের লাঠিচার্যের ঘটনায় স্থানীয়রা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশের ওই দলটি আব্দুল কুদ্দুসকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজামান চৌধুরী ঘটনাস্থলে পৌছান। পরে তার নেতৃত্বে গ্রামের দুই শতাধিক মানুষ পুলিশি হামলার ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গনে জড়ো হন। সংসদ সদস্য গ্রামবাসীদেও তাঁর কার্যালয়ে বসিয়ে তাদের অভিযোগ শুনেন । এসময় সংসদ সদস্যর বাসভবনে অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদতক অ্যাড. ইব্রাহীম শাহিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী উপস্থিত ছিলেন। সংসদ সদস্য নির্যাতিতদের অভিযোগ শোনার পর বিষয়টি পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার তাৎক্ষনিক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদকে তদন্তের দায়িত্ব দিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান। সংসদ সদস্য পুলিশের সুপারের আশ্বাস গ্রামবাসীকে জানালে গ্রামবাসীরা বাড়ি ফিরে যান। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, পুলিশ গ্রামবাসীর লাঠিচার্জ করে অন্যায় করেছে। এর সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারকে বলা হয়েছে। এ ব্যাপারে মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।