বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের ব্যাতিক্রমি উদ্যোগ

By মেহেরপুর নিউজ

July 14, 2017

মেহেরপুর নিউজ, ১৪ জুলাই : মেহেরপুরে পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপন পরিবেশ ভারসাম্য রক্ষায় মেহেরপুর জেলা পুলিশের বৃক্ষ রোপনের এক ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার সকাল ৯ টায় মেহেরপুর ওয়াপদার মোড়ে পুলিশ সুপার আনিছুর রহমান বৃক্ষ রেপানের মধ্য দিয়ে এ কর্মসুচির উদ্ভোধন করেন। এ সময় জেলা পুলিশের শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলার বিভিন্ন সড়কের দু পাশে ফলজ বনজ ও ঔষুধি গাছের পাঁচ হাজার বৃক্ষ রোপন করবে বলে জনিয়েছে মেহেরপুর জেলা পুলিশ। পুলিশ সুপার আনিছুর রহমান জানান, বাংলাদেশ পুলিশ তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে থাকে। এরই অংশ হিসাবে মেহেরপুর সদর থানার রাস্তার পাশে বিভিন্ন জাতের গাছ রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে। এ বছরে মেহেরপুর জেলা পুলিশ বিভিন্ন রাস্তার পাশে পাঁচ হাজার গাছ রোপন করবে। দেশে যেভাবে বৈষ্যিক উষ্ণতা ও জলুবায়ু পরিবর্তন হচ্ছে সে ক্ষেত্রে গাছ রোপনের কোন বিকল্প নেই। সামাজিক এ কার্যক্রমে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগীতা প্রয়োজন। সম্মিলিত ভাবে কাজ করতে পারলে আমাদের এই দেশটিকে অত্যন্ত সুন্দর একটি দেশ গড়া সম্ভব হবে। বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে ডিবির ওসি শাহিন উদ্দীন, ডি আই ও ওয়ান ফারুক হোসেন, ইন্স: একারাম হোসেন, সাখাওয়াত হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।