বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ফিরাতুল নিহত

By মেহেরপুর নিউজ

June 06, 2017

আপডেট, মেহেরপুর নিউজ, ০৬ জুন: মেহেরপুর সদর উপজেলার নুুরপুর গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফিরাতুল ইসলাম (৪৪) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। আজ সোমবার দিবাগত  রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।

বন্দুকযুদ্ধে নিহত ফিরাতুল ইসলাম সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। সেখানে পুলিশের একটি দল পৌঁছালে তারা গুলি বর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি বর্ষণ করলে কিছু সময় বন্দুকযুদ্ধ চলতে থাকে। এক পর্যায়ে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এসময় সেখান থেকে একটি এলজি সার্টারগান, ২ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার আহসান হাবীব। তিনি আরো বলেন, তার নামে সদর, মুজিবনগর ও গাংনী থানায় হত্যা, বিষ্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।