মেহেরপুর নিউজ:
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে। সংশ্লিষ্ট সবার পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতকরণের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।
সোমবার বিকেলে মেহেরপুর জেলা জজ কোর্ট মিলনায়তনে আয়োজিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলীর সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহার, জুয়েল রানা, মোহাম্মদ জাহিদুর রহনান, সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম, মাসুদ রানা, শাহিমুল আহমেদ, সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল হক, পিপি সাইদুর রাজ্জাক, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন, জেলার নিজাম উদ্দিন, কোট পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।