টপ নিউজ

মেহেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে ২০ জন আহত

By মেহেরপুর নিউজ

August 03, 2019

মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু-গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার সকালের দিকে ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরতর হওয়ায় তাদের রাজশাহী এবং কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, পনি গ্রুপের মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, আরিফ হেসেন, জনি হোসেন, শাহিন আলী, আফজাল হোসেন, আকবার আলী এবং প্রতিপক্ষ চঞ্চল গ্রুপের চঞ্চল হোসেন, আবু তাহের, সুমন আলী, আসাদুর রহমান, রাজা হোসেন, নজির আলী, শাহিন হোসেন ও মাহি উদ্দিন আহত হয়।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হেরেজ আলীর ছেলে মানা হোসেন নামের এক ব্যাক্তি কে পিটুনি দেয় প্রতি পক্ষ পনির লোক জন। এ ঘটনার জের ধরে শনিবার সকালের দিকে মনা গ্রুপের চঞ্চলের নেতৃত্বে তাদের লোকজন পনির লোক জনের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় গ্রæপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আব্দুল মান্নান, আরিফ হোসেন, জনি হোসেন, রাজা হোসেন, শাহিন হোসেন ও মাহি উদ্দিনকে রাজশাহী এবং কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে ।

এ দিকে এ ঘটনায় গ্রামে উওেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও একই গ্রামের বাসিন্দা ওয়াসীম আলী জানান, গত বৃহস্পতিবার মানার উপর আক্রমনের জের ধরে আজ এ সংঘর্ষ ঘটে। তবে উভয় পক্ষের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

বুড়িপোতা ইউপি চেয়্যারম্যান শাহ জামান জানান, দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবাত বিরোধ চলে আসছে। একাধিক বার এ বিরোধ নিস্পওির জন্য ইউনিয়ন পরিষদে বসা হয়েছে। কোন পক্ষই ছাড় না দেওয়ায় তাদের বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বতমানের পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

# নিজস্ব প্রতিবেদক #