অন্যান্য

মেহেরপুরে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল সহ ৪ জন আটক

By মেহেরপুর নিউজ

September 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ সেপ্টেম্বর: মেহেরপুর সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে গাঁজা ও ফেন্সিডিল সহ ৪ জনকে আটক করেছে। আটকৃতরা হলো সদর উপঝেলার শুভরাজপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী তছলিমা, শালিকা গ্রামের চাঁদুর স্ত্রী রেনু, শ্যামপুর গ্রামের ফজলুর ছেলে শামিম রেজা ও সুরমান আলীর ছেলে একলাস। পুলিশ জানায়, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজা সহ ৬ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়। এ এস আই বাবলু , এ এস আই উত্তম ও এ এস আই শাহাবদ্দিনের নেতৃত্বে পৃথক এ অভিযান চালানো হয়। আটক আসামীরে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। যাদের মামলা নং ২০,২১,২২। তারিখ-২৭/০৯/১৪ ইং।