অন্যান্য

মেহেরপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৩ জন আহত

By মেহেরপুর নিউজ

November 24, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার রাজনগর পশ্চিমপাড়ার রাশেদুল ইসলামের শিশু পুত্র জুনায়েদ (৮মাস) গরম পানিতে পড়ে ঝলসে গেছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাশেদুলে স্ত্রী শিশুপুত্র জুনায়েদকে নিয়ে রান্না ঘরে কাজ করছিলো। এ সময় অসাবধানবশত জুনায়েদ গরম পানির পাত্রে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কপি বোঝাই ট্রাক থেকে দিনমজুর আহত মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনীপাড়ায় কপি বোঝাই ট্রাক থেকে পড়ে মফিজুল নামের এক দিনমজুর আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে রামনগর গ্রামের নিজামউদ্দিনের ছেলে। সোমবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মফিজুল সহ কয়েকজন দিনমজুর কফি বোঝাই করে রামনগর থেকে ঢাকার উদ্যেোশে রওয়ানা দেয়্। এরপরপরই গ্রাম অতিবাহিত হওয়ার আগেই অসাবধানবশত সে ট্রাক থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথা ফেটে যাওয়া সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ছাদ থেকে পড়ে শিশু আহত মেহেরপুর শহরের ষ্টেডিয়াম পাড়ায় ছাদ থেকে পড়ে রাজ (৪) নামের এক শিশু আহত হয়েছে। আহত রাজ বাবলুর ছেলে। সোমবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। বাবলুল ছেলে রাজ নিজ বাড়ির ছাদে খেলা করছিলো। এ সময় অসাবধানবশত সে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।